4:09 pm , November 19, 2024
উজিরপুর প্রতিবেদক ॥ ৯নং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উজিরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টু । তিনি মেজর এম এ জলিলকে বীরোত্তম পদে ভূষিত করার দাবী জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধে মেজর জলিলের অবদান আওয়ামী লীগ নামক একটি রাজনৈতিক দল অস্বীকার করতে চেয়েছিল। কিন্তু বাংলার মানুষ মুক্তিযুদ্ধে ৯ নং সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের অবদান কখনো ভুলবে না। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে মেজর এম এ জলিলের ৩৫তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উদযাপন কমিটির আহবায়ক ও মেজর এম এ জলিল স্মৃতি সংরক্ষণ কমিটির উজিরপুর উপজেলা শাখার সদস্য সচিব ডাঃ আব্দুর রহিমের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরদার সিদ্দিকুর রহমান এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিক দৈনিক বিপ্লবী বাংলাদেশ এর সম্পাদক মোঃ নুরুল আলম ফরিদ, উপজেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন খান, পৌর বিএনপির আহবায়ক মোঃ শহীদুল ইসলাম খান। উদ্বোধনী বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক এম জাকারিয়া। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ রফিকুজ্জামান লিটন, উপজেলা জামায়াত ইসলামের সাবেক আমীর অধ্যাপক আফতাব উদ্দীন আহমেদ, মেজর এম এ জলিল স্মৃতি সংরক্ষন কমিটির যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন বাচ্চু ফকির, উপজেলা বাসদ এর সমন্বয়ক মঞ্জুর মুন্সী,বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, আয়নাল হক হাওলাদার, উজিরপুর বাজার কমিটির সভাপতি শামসুল হক সিকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীন সিকদার, ইকবাল বাহার মোল্লা, বানারীপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জু খান,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন আকন,সদস্য সচিব রোকনুজ্জামান টুলু,উপজেলা যুবদলের আহবায়ক আফম শামসুদ্দোহা আজাদ,পৌর যুবদল নেতা সাহাবুদ্দিন আকন , উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব গোমস্তা। এ সময় প্রধান অতিথি সরফুদ্দীন সান্টুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মুক্তিযোদ্ধারা।