গৌরনদীতে রাতের আধাঁরে দীঘি থেকে মাছ লুট গৌরনদীতে রাতের আধাঁরে দীঘি থেকে মাছ লুট - ajkerparibartan.com
গৌরনদীতে রাতের আধাঁরে দীঘি থেকে মাছ লুট

3:46 pm , November 19, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ রাতের আধাঁরে দীঘি থেকে তিন লক্ষাধিক টাকার মাছ লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী গ্রামের। মঙ্গলবার দুপুরে উপজেলার ধুরিয়াইল গ্রামের মৃত এসমাইল সরদারের স্ত্রী সাহিদা বেগম অভিযোগ করে বলেন, বিগত ২০১৪ সালে তার স্বামী এসমাইল সরদার উত্তর চাঁদশী গ্রামের জনৈক মঞ্জু রানী ও দিপালী রানীর কাছ থেকে ৯৩ শতক জমির একটি দীঘি সাব-কবলা দলিলমূলে ক্রয় করে ভোগদখল করে আসছেন। সেই থেকে তারা স্থানীয় মৎস্য ব্যবসায়ী মনিরুজ্জামানের কাছে দীঘি লিজ দিয়ে দেন। গত বুধবার (১৪ নভেম্বর) গভীর রাতে চাঁদশী গ্রামের গোলাম হোসেনের ছেলে মাসুম সরদার, উত্তর চাঁদশী গ্রামের মৃত হালিম সরদারের ছেলে লিমন সরদার, লিটন সরদারের নেতৃত্বে প্রায় শতাধিক লোক দীঘির মাছ লুট করে নিয়ে যায়। অভিযুক্ত মাসুম সরদার বলেন, মৃত হালিম সরদার আমার শশুর। দীঘির মালিকানা নিয়ে এসমাইল সরদারের সাথে আমার শশুরের মামলা ছিল। ২০০৭ সালে হাইকোর্ট থেকে আমরা রায় পাই। তারা সুপ্রীম কোর্টে আপিল করে। ২০০৯ সালে আমরা সুপ্রীম কোট থেকে রায় পাই। এতোদিন ক্ষমতার দাপটে তারা আমাদেরকে দীঘির কাছে যেতে দেয়নি। এখন আমরা আমাদের দখল বুঝে নিয়েছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT