3:46 pm , November 19, 2024
হিজলা প্রতিবেদক ॥ বরিশালের হিজলা উপজেলায় বিভিন্ন পুকুর ও জলাশয়ে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের ৪১৮ কেজি রুই, কাতল, মৃগেল ও শিং মাছ অবমুক্ত করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা ভূমি অফিসের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গির হোসেন,উপজেলা সহকারী কমিশনার ইয়াসিন সাদেক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাজিব রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব আল আজাদ, হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ,উপজেলা প্রকৌশলী সুখদেব বিশ^াস,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সহ অনেকে।