কাউখালীতে অর্থনৈতিক শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা কাউখালীতে অর্থনৈতিক শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা - ajkerparibartan.com
কাউখালীতে অর্থনৈতিক শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা

3:45 pm , November 19, 2024

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অর্থনৈতিক শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান। বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা শুমারি সমন্বয়কারী মোঃ আসাদুজ্জামান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, ২০২৪ সালে অনুষ্ঠিত হচ্ছে দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি। আগামী ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত শুমারিকাল। উপজেলা শুমারি সমন্বয়কারী মোঃ আসাদুজ্জামান বলেন, দেশে অবস্থিত সকল ধরনের প্রতিষ্ঠান, অর্থনৈতিক কর্মকান্ড সম্মিলিত খানা এবং প্রাতিষ্ঠানিক কৃষি খামার অর্থনৈতিক শুমারীর আওতাভুক্ত।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT