মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক - ajkerparibartan.com
মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

3:45 pm , November 19, 2024

মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জে ২শ পিস ইয়াবাসহ মান্না সরদার  (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উলানিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে চালিয়ে মাদকদ্রব্যসহ মাদক কারবারি মান্নাকে আটক করেন এস আই আনোয়ার হোসেন। আটককৃত মান্না দক্ষিণ উলানিয়া ইউনিয়নের দক্ষিণ আশা গ্রামের নুরুল হক সরদারের ছেলে। দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে মাদকদ্রব্য এনে উলানিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, আটককৃত ওই মাদক ব্যবসায়ী ঘটনার দিন সকালে ঢাকা থেকে ইয়াবা নিয়ে লঞ্চযোগে মেহেন্দিগঞ্জের উলানিয়া এসে নামে। এ সময় তার দেহ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়। এসআই আনোয়ার হোসেন বলেন, আমাদের কাছে পূর্ব থেকে তথ্য ছিল যে, একটি ইয়াবার চালান মেহেন্দিগঞ্জে আসছে। সেই সূত্র ধরে তল্লাশি চালিয়ে ২শ পিস ইয়াবা উদ্ধার করি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT