ভান্ডারিয়ায় বিএনপির সদস্য সচিবের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভান্ডারিয়ায় বিএনপির সদস্য সচিবের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় বিএনপির সদস্য সচিবের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

3:39 pm , November 19, 2024

পিরোজপুর প্রতিবেদক ॥ ভান্ডারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনির আকনের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়।
বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক আবুল কালাম, পৌর যুবদলের সদস্য সচিব রনি মোল্লা, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তানভীর জিয়া রাসেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহীরাজ।
সমাবেশে বক্তারা বলেন, ভান্ডারিয়ায় উপজেলা বিএনপির সদস্য সচিব মনির আকনের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন আওয়ামীলীগ ও জাতীয় পার্টি (জেপি)’র কতিপয় দোসর। ইতোমধ্যে মনির আকনের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে বৈষম্য বিরোধী ছাত্রজনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ভান্ডারিয়া উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্রজনতার কোন কমিটি নেই। একসময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি  জেপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এর পরে তারা এমন কর্মকান্ডে লিপ্ত হলে রাজপথে তাদের প্রতিহত করা হবে।
উল্লেখ্য, গত সোমবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্রজনতার ব্যানারে ভান্ডারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মনির আকনের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয় ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT