3:35 pm , November 18, 2024
ভা-ারিয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের ভা-ারিয়ায় বিএনপির সদস্য সচিব মো: মনির আকনের বিরেুদ্ধে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে বৈষম্য বিরোধী ছাত্রজনতা। গতকাল সামবার দুপুরে স্থানীয় লঞ্চঘাট এলাকা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন স্তরের লোকজন জাতীয় পতাকা, শহীদ আবু সাইদ,মুগ্ধের ছবি সম্বলিত প্লাকার্ড নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে সদস্য সচিব মনির আকনের কুশপুত্তলিকা দাহ করে। শেষে বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্রজনতার উপজেলা কমিটির আহবায়ক এবং ভা-ারিয়া সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মো. কানন সিকদার,সদস্য সচিব মো. হেমায়েত হাওলাদার এবং সদস্য মো. সিদ্দিক জোমাদ্দার। বক্তবা বলেন, গত ৫ আগষ্ট ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে আবু সাইদ,মুগ্ধদের রক্ত বৃথা যেতে পারেনা। আওয়ামী লীগ নেতাদের টাকা নিয়ে দালালি করে উক্ত মনির আকন ব্যবসায়ী ও নিরীহ মানুষদের নামে মামলা দিয়ে হয়রানি করছেন। তাই মানুষ অতিষ্ট হয়ে মাঠে নেমেছে। অবিলম্বে তার বিচার দাবি জানানো হয় এ সমাবেশ থেকে। অন্যথায় আরো কঠোর কর্মসূচীর ঘোষনা দেন আন্দোলনকারীরা।