3:31 pm , November 18, 2024
কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গতকাল সোমবার দুপুরে উপজেলা চত্বরে ১ হাজার ১৪০ জন ক্ষুদ্র প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রাণী দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপসহকারী কৃষি কর্মকর্তা পবিত্র কুমার, মাইনুল হুদা রোমান, ফাহিম হোসেন প্রমুখ।