3:30 pm , November 18, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ গতকাল সকাল ১১ টায় ফকিরবাড়ি রোডস্থ শিক্ষক ভবন (৩য় তলা) আইসিডিএ মিলনায়তনে বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী, নারী ও মানবমুক্তি আন্দোলনের অন্যতম অগ্রপথিক, মনোরমা বসু মাসীমার স্মৃতি রক্ষার্থে গঠিত মনোরমা বসু মাসীমা আনন্দ নিবাস ও শিক্ষাকেন্দ্র’র আয়োজনে অদম্য মেধাবী শিক্ষার্থীদের “মনোরমা বসু মাসীমা শিক্ষাবৃত্তি” ২০২৪ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মনোরমা বসু মাসীমা আনন্দ নিবাস ও শিক্ষাকেন্দ্র’র সভাপতি ও আইসিডিএ’র প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার জাহিদ, মনোরমা বসু মাসীমা আনন্দ নিবাস ও শিক্ষাকেন্দ্র’র প্রতিষ্ঠাতা সদস্য এবং আইসিডিএ’র প্রাক্তন নির্বাহী পরিচালক ও বর্তমান উপদেষ্টা পরিষদ’র সম্মানিত উপদেষ্টা জনাব সালমা খান।
মনোরমা বসু মাসীমা আনন্দ নিবাস ও শিক্ষাকেন্দ্র’র সদস্য এবং আইসিডিএ’র কার্যকরী পরিষদ’র কোষাধ্যক্ষ জনাব শুভংকর চক্রবর্তী’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা কমিটির সহ-সভাপতি প্রফেসর শাহ শাজেদা, সাধারণ সম্পাদক জনাব পুষ্প চক্রবর্তী, প্রবীণ শিশু সংগঠক জীবন দে, অধ্যাপক টুনু রানী কর্মকার, বিসিসি কাউন্সিলর কোহিনুর বেগম, প্রফেসর বিমল চক্রবর্তী, ড. রুহুল আমিন চৌধুরী, বরিশালের সাধারন নাগরিক সমাজ’র আহবায়ক কাজী মিজানুর রহমান ফিরোজ, আইসিডিএ’র নির্বাহী পরিচালক জনাব কাজী নওশাদ রাসেল, এ্যড. হিরন কুমার দাস মিঠু, এ্যাড.সুভাষ চন্দ্র দাস, আইসিডিএ’র কার্যকরী পরিষদ সদস্য জনাব আবুল কালাম আজাদ, কুলসুম বেগম বিউটি, আফরোজা নিপা, আইসিডিএ’র পরিচালক, আর্থিক সেবা (কার্যক্রম) জনাব লক্ষণ চন্দ্র মুনসী, প্রধান এমআইএস কর্মকর্তা জনাব ইউসুফ আলী হাওলাদার, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদেঁর অভিভাবকগণ, আইসিডিএ’র প্রধান কার্যালয়ের কর্মকর্তা-সহকর্মীগণ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন ।
“মনোরমা বসু মাসীমা শিক্ষাবৃত্তি” প্রাপ্ত ০৮ (আট) জন শিক্ষার্থীরা হলেন সাদিয়া আফরিন হারিছা, অন্তরা চক্রবর্তী, আঁশপ্রিয়া মজুমদার, মুশফিকূল ইসলাম সিফাত, মো: রনি মোল্লা, ওরিয়া, আফিফা, খুশি আক্তার। এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা শিক্ষাবৃত্তি পেয়ে মনোরমা বসু মাসীমা আনন্দ নিবাস ও শিক্ষাকেন্দ্র’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।