3:51 pm , November 17, 2024
বোরহানউদ্দিন প্রতিবেদক ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য কালাম এর বসতঘর ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এসময় ৫ ভরি স্বর্ণসহ নগদ ৫ লাখ টাকা লুটপাট করা হয়। একই সময় ইউনিয়ন যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক সোহাগ দেওয়ান এর বসতঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। যুবলীগ নেতা সোহাগ দেওয়ানকে না পেয়ে তার বাবা হারুন দেওয়ানকে পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। স্থানীয়রা আহত হারুন দেওয়ানকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। গত শুক্রবার রাত ৭ টায় জয়ারহাট বাজারে এ ঘটনা ঘটে। হামলার নেতৃত্বে ছিলেন স্থানীয় আলম, রাসেল, নুরুল পোদ্দার, মনির পোদ্দারসহ অজ্ঞাত ৩০জন।
ইউপি সদস্য কালাম পোদ্দার জানান,গত ৫ ই আগষ্টের পর তার ব্যবসা প্রতিষ্ঠান দখল করে হামলাকারীরা। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।