3:51 pm , November 17, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল মহানগর শাখার ২২ নং ওয়ার্ডের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মোঃ গোলাম মুক্তাদির মুরাদ কে আহবায়ক, মোঃ কাজী শাকিল কে সদস্য সচিব মনোনীত করে ২২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেন বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড মাজহারুল ইসলাম জাহান। বর্তমানে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নির্যাতিত নিপীড়িতদের ত্যাগ তিতিক্ষার সঠিক মূল্যায়ন এবং মামলা হামলায় ক্ষতিগ্রস্থ নেতৃবৃন্দের সর্বোচ্চ স্বীকৃতি প্রদানের জন্য বি এন পির সাংগঠনিক অভিভাবক এবং এ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্পষ্ট নির্দেশ মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সার্বিক তত্ত্বাবধানে দেশের সকল পর্যায়ে যুবদলের কমিটি সমূহ নতুন আঙ্গিকে ঠেলে সাঁজানোর প্রক্রিয়া চলমান । এ ছাড়াও আহবায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে রকিবুল ইসলাম রাসেল, যুগ্ম আহবায়ক মোঃ ফয়সাল হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মালেক মাঝি, যুগ্ম আহবায়ক মোঃ আইয়ুব আলী হাওলাদার, যুগ্ম আহবায়ক মোঃ আরিফুর রহমান, যুগ্ম আহবায়ক মোঃ কোবির হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ রাজু মিয়া, যুগ্ম আহবায়ক মোঃ নয়ন হাওলাদার, সদস্য মোঃ তাওহিদুল ইসলাম সজীব, সদস্য মোঃ জাহিদুল ইসলাম, সদস্য মোঃ রিয়াজুল ইসলাম, সদস্য মিরাজ খান, সদস্য জুলিয়াস রিপন সর্দার, সদস্য মোঃ দোলন হাওলাদার, সদস্য ফিরোজুল ইসলাম , সদস্য খাইরুল ইসলাম, সদস্য মোঃ রেজয়ান আহমেদ উজ্জ্বল, সদস্য মোঃ মিলন হাওলাদার , সদস্য সনজিত পান্ডে এবং সদস্য মোঃ নাজমুল হাসান ইফাত কে অন্তর্ভুক্ত করা হয়েছে ।