3:48 pm , November 17, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার হয়েছেন বরিশালে বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমিনুল ইসলাম রানা। পিকনিকে গিয়ে ইউপি সদস্যদের সাথে জুস পানের ছবিকে এডিট করে মদ পান বানিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ষড়যন্ত্রকারীরা এতেই ক্ষান্ত হয়নি। সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশও করিয়েছে। এমন অবস্থায় সামাজিকভাবে চরম বিভ্রান্তিকর অবস্থায় পড়েছেন তিনি। তাই কাউকে এ সংক্রান্তে সংবাদে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোষ্টে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।
আমিনুল ইসলাম রানা বলেন, স্থানীয় কিছু লোকজন শক্রতা করে আমার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। তারা ছবি এডিট করে ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে। এমনকি আমাকে হেনস্থা করার জন্য সাংবাদিক ভাইদের কাছেও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করাচ্ছে। মূল ঘটনা হচ্ছে-বছর দেড়েক আগে আমরা কয়েকজন ইউপি সদস্য কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম। সেখানে আমাদের হোটেল রুমে বসে সবাই মিলে জুস জাতীয় ঠান্ডা পানীয় পান করছিলাম। সেই ছবি আমি আমার টিকটক আইডিতে নিজেই পোষ্ট করেছিলাম। সেখান থেকে চক্রটি ছবি নিয়ে এডিট করে জুস পানের দৃশ্যকে মদের বোতল লাগিয়ে দিয়ে অপ প্রচার চালানো শুরু করে। যদি আমি মদ পানই করতাম তাহলে নিজেই কি সে ছবি টিকটকে পোষ্ট করতাম। আমি আসলে ব্ল্যাক মেইলিংয়ের শিকার হয়েছি। আমাকে জিম্মি করে একটি মহল টাকাও চেয়েছে। আমি তাতে রাজি না হওয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। তিনি আরো বলেন, আমি প্রথমবার নির্বাচনে নেমে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। মানুষের সাথে কতটা মিশে আছি এটাই তার প্রমান। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল এ কাজ করছে। আমি আমার ওয়ার্ড ও ইউনিয়নবাসীকে এই অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ায় জন্য অনুরোধ করছি। পাশাপাশি প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এর প্রতিকার চাচ্ছি।