3:48 pm , November 17, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা গতকাল রোববার বরিশাল জেলা প্রশাসক এর সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভায়, জানানো হয় চলতি নভেম্বর মাসে শিশু হাসপাতালের কাজ শেষ হবে। বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় রাতের বেলা দুর্ঘটনা বেড়েই চলছে। সভায় জেলা প্রশাসক বলেন, যেসব শিক্ষকরা নিয়মিত ক্লাস নেবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আলুর দাম নিয়ন্ত্রনে অভিযান পরিচালনা করা হবে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, রাস্তার কাজ করার সময় যাতে কোন কারো ক্ষতি না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। সভায় জানানো হয় জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ২৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে।