3:47 pm , November 17, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বরিশালে জনতার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৭ নভেম্বর) সকাল ১০ টায় অশ্বিনী কুমার হল চত্বরে গণসংহতি আন্দোলনের আয়োজনে জনতার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হয়।গণসংহতি আন্দোলন বরিশাল জেলা সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে ও জেলা কমিটির সদস্য সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ, মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক ডাক্তার মিজানুর রহমান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বরিশাল বিভাগের যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান খোকন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য অধ্যাপক আবুল কাশেম তালুকদার, নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল বিভাগের সভাপতি শেখ আবুল হাসেম, গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির সদস্য হাছিব আহমেদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব প্রমুখ।এসময় নেতৃবৃন্দ বলেন, ‘এই জনপদের ইতিহাসে মওলানা ভাসানী এমন এক রাজনৈতিক নেতৃত্ব যিনি প্রতিটি সন্ধিক্ষণে আমাদের সামনে দিশা দেখিয়েছেন। মওলানা ভাসানীকে যখন স্মরণ করি তখন আমরা তার সংগ্রামকে স্মরণ করি। মওলানা ভাসানী আমাদের দুটি প্রশ্নের মুখোমুখি করে দেয়। একদিকে স্বাধীনতা, জাতীয় সার্বভৌমত্ব অন্যদিকে কৃষক, শ্রমিক সহ সকল খেটে খাওয়া মানুষের মুক্তি। এদিকে ভাসানী পরিষদ বরিশাল’র উদ্যোগে গতকাল সন্ধ্যায় নগরীর ফজলুল হক এভিনিউ রোডস্থ বাকশিস কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটি বরিশাল’র আহবায়ক ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে অধ্যক্ষ্য মহসিন উল ইসলাম হাবুল, গণসংহতি আন্দোলন বরিশাল জেলা সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির বরিশাল বিভাগের যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান খোকন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য অধ্যাপক আবুল কাশেম তালুকদার, অ্যাডভোকেট একে আজাদ, অ্যাডভোকেট অঅব্দুল জলিল, আব্দুল মন্নান প্রমুখ বক্তব্য রাখেন।