3:55 pm , November 16, 2024
চরফ্যাসন প্রতিবেদক ॥ ভোলার চরফ্যাসনে রাতের আঁধারে ব্যবসায়ীর নির্মানাধীন আধাপাকা দোকান ঘরের দেয়াল ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে দক্ষিণ আইচা থানা সংলগ্ন এলাকায় একটি দোকানের দেয়াল ভেঙে দেয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সাইফুল হাওলাদার শুক্রবার রাতেই দক্ষিণ আইচা থানায় একটি সাধারন ডায়েরী করেন।
ব্যবসায়ী সাইফুল হাওলাদার জানান, তিনি তার পৈত্রিক ও খরিদ সূত্রে দক্ষিণ আইচা থানা সংলগ্ন এলাকায় ১২ শতাংশ জমিতে আধাপাকা টিনশেড দোকান ঘর নির্মাণ কাজ শুরু করেন। কাজের প্রায় শেষ পর্যায় স্থানীয় তিন যুবক সেলিম, রাকিব, আসাদ তার ঘর নির্মাণে বাধা দিয়ে ২ লক্ষ টাকা দাবী করেন। এনিয়ে তাদের সাথে বিরোধ শুরু হয়। শুক্রবার বিকালে তিনি নিজের কাজে চর কুকরী-মুকরী যান। এলাকায় না থাকার সুযোগে ওই তিন যুবক বহিরাগত লোকজন নিয়ে তার নির্মানাধীন দোকান ঘরের দেয়াল ভেঙে গুড়িয়ে দেয়।খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ীদের তোপের মুখে ওই যুবকরা পালিয়ে যায়। দক্ষিণ আইচা থানার ওসি মোহাম্মদ এরশাদুল হক ভূঁইয়া জানান, ভুক্তভোগীর জিডির আলোকে ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।