3:54 pm , November 16, 2024
বানারীপাড়া প্রতিবেদক ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেছেন, ক্ষমতায় গিয়ে সরকার গঠন করার একমাত্র মাধ্যমই হলো ভালবাসার মাধ্যমে জনগনের মন জয় করে তাদের সমর্থন আদায় করা। সে কারনে সকল সুখে-দু:খে সাধারন মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের সাধারন মানুষের পাশে থাকার আহবান জানান। গত শুক্রবার বিকেল ৪টায় উজিরপুরের গুঠিয়ায় বানারীপাড়া উপজেলা বিএনপির সকল ইউনিয়নের সুপার ফাইভ নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। বানারীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মো: শাহ আলম মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো: আবু হানিফ হাওলাদার,সদস্য সচিব রিয়াজ আহমেদ মৃধা, যুগ্ম আহবায়ক রুহুল আমিন মল্লিক, মো: জাহাঙ্গীর হোসেন প্রমুখ।