3:51 pm , November 16, 2024
মুলাদী প্রতিবেদক ॥ বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর বিচারের দাবিতে মুলাদীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার ফেরিঘাট এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য আব্দুল মালেক হাওলাদার, ইমামুল আহসান সমীর বেপারী, ডা. রফিকুল ইসলাম, কাজিরচর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তোতা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক সিহাব আহমেদ ইব্রাহীম প্যাদা, বিএনপি নেতা মাহবুব আলম ফকির, মো. আজিজুল হাওলাদারসহ ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা। এসময় বিক্ষোভকারীরা সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুকে ভোট চোর আখ্যায়িত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্লোগান দেন।
উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে ঢাকার দক্ষিণ কেরানিগঞ্জ এলাকা থেকে গোলাম কিবরিয়া টিপুকে আটক করে পুলিশ। পরে তাকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে হাতিরঝিল থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়।