3:50 pm , November 16, 2024
মঠবাড়িয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় স্ত্রী ও দেড় বছরের কন্যা হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি সিরাজুল হক ওরফে হক (৬৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সিরাজুল কে শনিবার সকালে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। থানা পুলিশ। সে মঠবাড়িয়া উপজেলার উত্তর মিরুখালী এলাকার মৃত জাবেদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানাগেছে, সিরাজুল হক ২০০৩ সালে দ্বিতীয় স্ত্রী নাজমা বেগম ও দেড় বছরের শিশু কন্যা বৃষ্টিকে নৃশংসভাবে হত্যা করে খাগড়াছড়িতে পালিয়ে যায়। এরপর সিরাজুলের শ^শুর উপজেলার বাদুরা গ্রামের বাসিন্দা রব ফরাজী বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সাক্ষী প্রমান শেষে ২০১৯ সালে আদালত সিরাজুলকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। তবে ঘটনার পর থেকেই সিরাজুল আত্মগোপনে ছিলেন। তিনি খাগড়াছড়ির গুইমারা এলাকায় প্রথম স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করে আসছিলেন।
মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, ঘটনার পর থেকে সিরাজুল আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার খাগড়াছড়ি জেলার গুইমারা থানা পুলিশের সহায়তায় মঠবাড়িয়া থানা পুলিশ স্ত্রী ও দেড় বছরের শিশুকন্যা হত্যার দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী সিরাজুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে শনিবার সিরাজুলকে আদালতে সোপর্দ করা হয়।