3:49 pm , November 16, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ গত কয়েক বছর ধরে শীত মৌসুম শুরুর দিকে বরিশালের নদ নদীতে প্রচুর পাঙ্গাস মাছ ধরা পড়ছে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে এবং শীত শুরুর লগ্নে বরিশালের নদ-নদীতে প্রচুর পাঙ্গাস মাছ ধরা পড়ছে। শুধু যে পাঙ্গাস মাছ ধরা পড়ছে তা নয় পাঙ্গাসের সাথে যথারীতি ইলিশেরও দেখা পাচ্ছেন জেলেরা। জেলে ও সাধারন মানুষ পাঙ্গাসের এই আধিক্যকে অনেকটা অস্বাভাবিক বললেও মৎস্য বিভাগ বলছে এটা খুবই সাধারন ঘটনা। বরিশাল মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক নিপেন্দ্র নাথ বিশ^াস বলেন, সাধারন মানুষ ও জেলেদের জানা উচিত শীতের শুরুর এই সময়টা পাঙ্গাসের মৌসুম। এখন নদ-নদীতে প্রচুর পাঙ্গাস ধরা পড়ার কথা এবং পড়ছে। যেহেতু মৌসুম সেহেতু পাঙ্গাস ধরা পড়াটা অস্বাভাবিক নয়। তিনি বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞাটা পাঙ্গাস ধরা পড়ার একটি বড় কারন। নিষেধাজ্ঞার সময়ে জেলেরা জাল ফেলতে পারেনি। যে কারনে মাছ সর্বত্র চলাচল করতে পারছে। এ কারনেই নদ-নদীতে ইলিশের পাশাপাশি পাঙ্গাস ধরা পড়ছে। পাঙ্গাসের প্রজনন রক্ষায় মৎস্য বিভাগ অনেক গবেষনা ও কাজ করছে। এখন এর প্রতিফল দেখা দিচ্ছে। সামনে আরো কয়েকটা দিন পাঙ্গাস ধরা পড়বে বলে জানান এই কর্মকর্তা।
টানা ২২ দিনের নিষেধাজ্ঞা উঠে যাবার পরই বরিশাল সহ দক্ষিণ উপকূলভাগে জেলেদের জালে ইলিশের সাথে পাঙ্গাস মাছও উঠতে শুরু করেছে। গত ১২ অক্টোবর মধ্যরাত থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন উপকূলের ৭ হাজার ৩৪২ বর্গ কিলোমিটারের মূল প্রজনন ক্ষেত্রে সব ধরনের মাছের সাথে সারাদেশেই ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ ছিল। জেলেরা জানান, ৩ নভেম্বর রাতের প্রথম প্রহরে অনেক জেলে বরিশালের তেঁতুলিয়া, আড়িয়াল খাঁ, জয়ন্তি, কালাবদর, বিষখালী, সন্ধ্যা, সুগন্ধা বলেশ^র, কঁচা, বুড়িশ^র ও কীর্তনখোলা সহ বিভিন্ন নদীতে জাল ফেলতে শুরু করে। পাশাপাশি বড় ট্রলারগুলো উপকূলের মোকাম থেকে বরফ, জ্বালানী ও রসদ নিয়ে ৩ নভেম্বর সকালেই সাগরে ছুটে যায়। তবে এসব ট্রলার মাছ নিয়ে ফিরতে ৭ থেকে ১০ দিন পর্যন্ত লাগে। কিন্তু ৩ তারিখ সন্ধ্যা থেকেই বেশ কিছু সংখ্যক মাছধরা নৌকা এবং ট্রলার ইলিশ ও পাঙ্গাস নিয়ে বরিশালের পোর্ট রোডের পাইকারী মোকামে আসে। শনিবার ভোরে বরিশালের তালতলী বাজারে স্থানীয় চরমোনাই, শ্রীপুর এবং লাহারহাট থেকেও কয়েকটি ট্রলার ও জেলে নৌকা ইলিশের সাথে পাঙ্গাস সহ বিভিন্ন মাছ নিয়ে এসেছিল। বড় পাঙ্গাস প্রতিকেজি ৭০০ থেকে ৭৫০ টাকা এবং ছোট আকারের পাঙ্গাস প্রতি কেজি ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মৌসুম ছাড়া এসব পাঙ্গাস প্রতি কেজি বিক্রি হয় এক হাজার থেকে ১১শ টাকায়