উদ্বোধনের ৩দিন পর বয়লার বিস্ফোরণ ॥ নিহত ১ উদ্বোধনের ৩দিন পর বয়লার বিস্ফোরণ ॥ নিহত ১ - ajkerparibartan.com
উদ্বোধনের ৩দিন পর বয়লার বিস্ফোরণ ॥ নিহত ১

4:22 pm , November 15, 2024

চরফ্যাসন প্রতিবেদক ॥ উদ্বোধনের ৩দিন পর চরফ্যাসনের চর আফজাল গ্রামে বয়লার মেশিন বিস্ফোরণ হয়ে মো. আল আমীন (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মনির মুন্সি (৪৫) এবং ফিরোজ (২৭) নামের আরো ২ শ্রমিক আহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোররাতে মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামে অবস্থিত মুন্সী রাইসমিলে এ ঘটনা ঘটে। নিহত আল আমীন ওই ইউনিয়নের চর আফজাল গ্রামের মৃত জলিল মাঝির ছেলে এবং আহত মনির মুন্সি ও ফিরোজ একই গ্রামের শাহজাহান মুন্সি এবং জলিল মাঝির ছেলে। এদের মধ্যে মনির মুন্সি রাইস মিলটির মালিক এবং আহত ফিরোজ নিহত আল আমীনের বড় ভাই। তারা দুই ভাই ওই মিলের শ্রমিক ।
চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান  হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সারারাত নিহত আল আমীন এবং আহত ফিরোজ, মিলটির মালিক মনির মুন্সি কারখানায় কাজ করছিলেন। হঠাৎ করে ভোররাতের দিকে মিলটিতে আগুন লেগে যায়। এসময় বয়লার মেশিন বিস্ফোরণ হয়ে ঘটনাস্থলেই আল আমীনের মৃত্যু হয়। আহত অবস্থায় ফিরোজ এবং মনিরকে উদ্ধার করে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা হাসপাতালে রেফার করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT