গৌরনদীতে ৬শ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি গৌরনদীতে ৬শ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি - ajkerparibartan.com
গৌরনদীতে ৬শ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি

4:22 pm , November 15, 2024

গৌরনদী প্রতিবেদক ॥ সিন্টিকেট ভাঙ্গতে এবং সাধারন মানুষ যাতে স্বল্পমূল্যে গরুর মাংস কিনতে পারে সে লক্ষ্যে গৌরনদীর তিনটি বাজারে ৬শ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রাণি সম্পদ এর উদ্যোগে শুক্রবার সকালে আশোকাঠী বাজার সহ তিনটি বাজারে ৬শ টাকা দরে গরুর মাংস বিক্রি কার্যক্রম এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আব্দুল্লাহ খান। এ সময় উপজেলা টাক্সফোর্স কমিটির সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার মোঃ রাজিব হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, মাংস বিক্রেতা বাবুল সরদার, দেলোয়র সরদার উপস্থিত ছিলেন। মাংস বিক্রেতা বাবুল সরদার বলেন, প্রতিদিন সকাল ৬ থেকে বেলা ১১টা পর্যন্ত প্রাথমিক অবস্থায় আশোকাঠী, মাহিলাড়া, বাটাজোর বাজারে ৬শ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হবে। পরবর্তীতে এর পরিধি বাড়ানো হবে। মাংস ক্রেতা সাইফুল আলম বলেন, ‘বাজারের তুলনায় এখানে গরুর মাংস অনেক দামে পাওয়া যাচ্ছে’।
মাংস বিক্রেতা দেলোয়ার সরদার বলেন, সিন্ডিকেট ভাঙ্গা ও সাধারন মানুষ যাতে স্বল্পমূল্যে গরুর মাংস কিনতে পারে সে লক্ষ্যে এ উদ্যোগ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT