চাঁদাবাজি মামলায় চাখার ইউপি চেয়ারম্যান টুকু গ্রেফতার চাঁদাবাজি মামলায় চাখার ইউপি চেয়ারম্যান টুকু গ্রেফতার - ajkerparibartan.com
চাঁদাবাজি মামলায় চাখার ইউপি চেয়ারম্যান টুকু গ্রেফতার

4:19 pm , November 15, 2024

বানারীপাড়া প্রতিবেদক ॥ চাঁদাবাজি মামলায় চাখার ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মজিবুল ইসলাম টুকু কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার চাখার বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। চাখার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক সিকদার বাদী হয়ে সৈয়দ মুজিবুল ইসলাম টুকু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা সহ নামধারী ১৫/২০ জন কে অজ্ঞাতনামা আসামি করে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা গেছে,বাদী ফারুক সিকদার দীর্ঘদিন ধরে শিকদার গ্রুপের জমি ক্রয় বিক্রয়ের কাজ করে আসছিলেন। বিবাদীরা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।  গত ৪ আগস্ট সকাল ১০ টায় বাদী ফারুক সিকদার চাখার বাজার থেকে নিজগ্রাম সোনাহারে যাচ্ছিলেন। পথিমধ্যে সোনাহার গ্রামের আমতলা মোড়ে পৌঁছলে চাখার ইউপি চেয়ারম্যান টুকু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানাসহ ৩০/৩৫ জন আওয়ামী লীগের নেতাকর্মী ফারুক শিকদারের গতিরোধ করে মারধর করে। এ সময় টুকু সহ অন্যান্য আসামিরা ফারুক শিকদারের সাথে থাকা ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং আসামিরা দুইদিনের মধ্যে বাকি তিন লাখ ৮০ হাজার টাকা না দিলে তাকে খুন জখমের হুমকি দেয়। মজিবুল ইসলাম টুকু বানারীপাড়া উপজেলা জাসদ নেতা কবির হত্যা মামলার অন্যতম আসামী। এছাড়াও উপজেলার চাখার সরকারি ফজলুল হক কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ন কবির হত্যা মামলার ১ নং আসামি ছিলেন। এ ব্যাপারে বানরীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা বলেন, চাঁদাবাজি মামলার আসামি সৈয়দ মুজিবুল হক টুকুকে ১৫ নভেম্বর শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT