4:15 pm , November 15, 2024
বরগুনা ফোরাম ঢাকার উদ্যোগে ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক প্রীতি সমাবেশ
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী এডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল বলেছেন, পুরো বরিশাল অঞ্চল আজ অবহেলিত। পীর আওলিয়াদের এলাকা বরগুনা জেলায় এতদিন জুলুমের রাজত্ব ছিল। ইসলাম প্রিয় বরগুনাকে ইসলামি আন্দোলনের কাজকে এগিয়ে নিতে হবে। দেশের উন্নয়নে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই।
ঢাকাস্থ বরগুনাবাসীদের নিয়ে বরগুনা ফোরাম ঢাকার উদ্যোগে ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক প্রীতি সমাবেশে তিনি একথা বলেন।
বিশেষ অতিথি জামায়াতে ইসলামির ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমরা দুটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়েছি। আমরা সমস্ত কাজকে এবাদত মনে করে সন্তুষ্টি অর্জন এবং মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করবো। তিনি আরো বলেন, এই কাজ শুধু বরগুনা ফোরামের না শুধু জামায়াতের না এটা প্রত্যেকটা মুসলিমের। ভারতের মিডিয়ায় চট্টগ্রাম নিয়ে চক্রান্তের কথা শুনেছি। জামায়াতের একজন কর্মীর এক ফোটা রক্ত থাকতেও এক ইঞ্চি মাটি আমরা অন্য কাউকে দিব না। আমরা আর কাউকে আমাদের প্রভু হিসেবে গ্রহন করবো না।
ফোরামের সহ-সভাপতি হাসান নোমানের পক্ষ থেকে সরকারের কাছ ৭ টি দাবী পেশ করা হয়। যথাক্রমে ১. বরগুনা জেলায় পূর্বের ন্যায় সংসদীয় ৩ টি আসন করতে হবে, ২. বরগুনাকে পর্যটন এলাকা ঘোষণা করে ব্যাপক কার্যকর উন্নয়ন করতে হবে, ৩. বরগুনায় খাল খনন এবং দখল মুক্ত করে সচল রাখতে হবে, ৪. পাথরঘাটার মৎস অবতরণ কেন্দ্রের যথাযথ উন্নয়ন করতে হবে, ৫. জেলেদের জীবন মান উন্নয়নে যথাযথ পদক্ষেপ নিতে হবে, ৬. পাথরঘাটা খাল খনন করে মাছের ট্রলার চলাচলে স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে হবে, ৭. বরগুনায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে।
সমাবেশের সভাপতিত্ব করেন বরগুনা ফোরামের সভাপতি ডা. সুলতান আহমেদ। ফোরামের সেক্রেটারী আব্দুল জলিল এবং সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন এর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন জামায়াত বরগুনা জেলার আমীর মাওলানা সমাবেশে উপস্থিত ছিলেন মহিব্বুল্লাহ হারুন ও শিবিরের বরগুনা জেলার সভাপতি সুমন আব্দুল্লাহ, বরগুনা সদর থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল আমীন, আমতলী থানা আমীর মাওলানা ইলিয়াস হোসাইন, সদর থানার নায়েবে আমীর আঃ জলিল, বরগুনা সদর থানা ফোরামের সভাপতি মাওলানা নুরুল্লাহ মাদানী, নরদান বিশ্ববিদ্যালয় খুলনার রেজিস্ট্রার ড. শাহ আলম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ার লায়ন ফারুকুর রহমান, বেতাগী থানা ফোরামের সভাপতি ড. মুহিব্বুল্লাহ শাহিন, তালতলি থানা ফোরামের সভাপতি আবু জাফর, আমতলী থানা ফোরামের সভাপতি মোঃ জামাল উদ্দিন, বামনা থানা ফোরামের সভাপতি নাসির উদ্দিন, পাথরঘাটা থানা ফোরানের সভাপতি মোস্তাফিজুর রহমান শাহিন, ইত্তিজা হাসান ফরিদ, এডভোকেট ইদ্রিসুল আলম মিলন, এডভোকেট জাকির হোসাইন প্রমুখ।