ঝালকাঠিতে জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত - ajkerparibartan.com
ঝালকাঠিতে জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত

3:47 pm , November 15, 2024

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শহরের ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। পৌর তারবিয়াত সেক্রেটারী মো: ছরোয়ার হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি  ছিলেন জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাই, পৌর আমির মাওলানা মনিরুজ্জামান, পৌর সূরা সদস্য ও সাবেক কাউন্সিলর মো: মজিবুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি  হাফিজুর রহমান বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে। আওয়ামীলীগের আমলে বিরোধী দল ঘরে বসে প্রোগ্রাম করলেও পুলিশ ধরে নিয়ে যেত। নিরীহ মানুষ জেল জুলুমের শিকার হয়েছে। মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারতো না।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT