কাঠালিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় গৃহবধূ নিহত কাঠালিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় গৃহবধূ নিহত - ajkerparibartan.com
কাঠালিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় গৃহবধূ নিহত

3:46 pm , November 15, 2024

কাঠালিয়া প্রতিবেদক ॥ কাঠালিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় জেসমিন বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আকতারুল ইসলাম জনিসহ আহত হয়েছে ২ জন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কাঠালিয়া ব্র্যাক অফিসের সমানে কাঠালিয়া-ভান্ডারিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল চাপায় আহত নারী ভান্ডারিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বিকেলে মারা যান। তিনি কাঠালিয়া উপজেলার বলতলা গ্রামের সুলতান শেখের স্ত্রী।
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মংচেনলা জানান, রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল জেসমিন বেগমকে চাপা দেয়।  এতে চালকসহ  ৩ জন আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় ভান্ডারিয়া হাসপাতলে বিকেলে ওই নারী মারা যায়। নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT