এইচএসসির ফলাফল পুন:নিরীক্ষনে জিপিএ-৫ বেড়েছে ২৯টি এইচএসসির ফলাফল পুন:নিরীক্ষনে জিপিএ-৫ বেড়েছে ২৯টি - ajkerparibartan.com
এইচএসসির ফলাফল পুন:নিরীক্ষনে জিপিএ-৫ বেড়েছে ২৯টি

4:05 pm , November 14, 2024

বরিশাল শিক্ষা বোর্ড

ফেল থেকে পাস করেছে একজন
নিজস্ব প্রতিবেদক ॥  বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসির ফলাফল পুন:নিরীক্ষনে জিপিএ-৫ বেড়েছে ২৯টি। এছাড়া ফেল থেকে পাস করেছেন একজন শিক্ষার্থী। মোট ৮৯ জন শিক্ষার্থীর ফলাফল বা গ্রেডের পরিবর্তন ঘটেছে। গতকাল পুন:নিরীক্ষনের ফলাফল প্রকাশ করে বরিশাল শিক্ষা বোর্ড। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, পুন:নিরীক্ষনে মোট ২৪ হাজার ২৬৫ টি আবেদন জমা পড়েছিল। আবেদনকারীর সংখ্যা ছিলো ৭ হাজার ২১ জন।
পুন:নিরীক্ষনে ২৯ জনের ফলাফল পরিবর্তন হয়ে জিপিএ-৫ হয়েছে। অর্থ্যাৎ পূর্বের ফলাফলের সাথে আরো ২৯টি জিপিএ-৫ বৃদ্ধি পেল। তিনি বলেন, পূর্বে  প্রকাশিত ফলাফলে একজন শিক্ষার্থী ফেল করেছিলো। পুন:নিরীক্ষনে সে ৩ দশমিক ১৭ পেয়েছে। এটা একটি বিশেষ দিক। প্রসঙ্গত এবার এইচএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিয়েছিল ৬৭ হাজার ১১৪ জন শিক্ষার্থী। এরমধ্যে ছাত্র ৩২ হাজার ৪৮৭ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৬২৭ জন। পাস করেছে ৫৪ হাজার ৮৯ জন। এরমধ্যে ছাত্র ২৪ হাজার ৩৬৭ জন আর ছাত্রী ২৯ হাজার ৭২২ জন। পাসের হার ছিলো ৮১.৮৫। জিপিএ-৫ পেয়েছিলো ৪১৬ জন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT