ডায়াবেটিস দিবসে ডাঃ মনজুর উর রহমানের ফ্রি চিকিৎসা সেবা ডায়াবেটিস দিবসে ডাঃ মনজুর উর রহমানের ফ্রি চিকিৎসা সেবা - ajkerparibartan.com
ডায়াবেটিস দিবসে ডাঃ মনজুর উর রহমানের ফ্রি চিকিৎসা সেবা

4:04 pm , November 14, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বরিশালে ফ্রি চিকিৎসা সেবা ও সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে । বৃহস্পতিবার (১৪ই নভেম্বর) বরিশাল ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারে ডায়াবেটিস নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসা প্রদান করেন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ মোঃ মনজুর উর রহমান।
তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন এবং কোপেনহেগেন, ডেনমার্ক ও বোস্টন বিশ্ববিদ্যালয়, আমেরিকা থেকে ডায়াবেটিস বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন।
তিনি গতকাল ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বরিশালবাসীর জন্য ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ প্রদান করেন।
এই বছর বিশ্ব ডায়াবেটিস দিবসের মূল প্রতিপাদ্য ডায়াবেটিস এবং সুস্থতা। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে রোগীদের ফ্রি আরামেটন পরীক্ষা করার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি ডায়াবেটিসের ঝুঁকি ও প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
ডাঃ মোঃ মনজুর উর রহমান বলেন,বর্তমানে ডায়াবেটিস একটি বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ। মানুষকে এ রোগ সম্পর্কে সচেতন করা খুবই জরুরি, কারণ ডায়াবেটিস কোনো ছোঁয়াচে বা সংক্রামক রোগ নয় বরং এটি একটি হরমোনজনিত রোগ। ইনসুলিন হরমোনের অভাবে বা এর কার্যকারিতার ঘাটতির ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, যা শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গকে প্রভাবিত করে।
ডাঃ মনজুর উর রহমান আরও বলেন,ডায়াবেটিসের দীর্ঘমেয়াদী জটিলতা এড়াতে রোগীদের প্রাথমিক অবস্থাতেই সঠিক চিকিৎসা নেওয়া উচিত। তবে দেশের অনেক মানুষ এখনও ভুল ধারণা, কুসংস্কার এবং ভ্রান্ত চিকিৎসার কারণে এই রোগের সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে।
প্রতি বছর ১৪ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়। এই দিনটি স্যার ফ্রেডরিক বেন্টিং এর জন্মদিন উপলক্ষে বেছে নেওয়া হয়, যিনি ১৯২১ সালে ইনসুলিন আবিষ্কারের মাধ্যমে ডায়াবেটিস চিকিৎসায় বিপ্লব ঘটান। তার এই যুগান্তকারী আবিষ্কারের জন্য তিনি নোবেল পুরস্কারও লাভ করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT