4:02 pm , November 14, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম এর জামিন নামঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার বরিশালের জেলা ও দায়রা জজ আদালতে জামিন চাইলে বিচারক জামিন না মঞ্জুর করেন।। এ নিয়ে মোট চারবার জামিন না মঞ্জুর করা হয়েছে। চার টি মামলায় বিচারক জামিন না মঞ্জুর করেন। গত চার আগস্ট বিএনপি অফিসে হামলা ভাঙচুর অগ্নি সংযোগ মামলার এক নাম্বর আসামি তিনি। এছাড়া তার বিরুদ্ধে অপর ৪টি মামলা রয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জামিনের আবেদন করলে জামিন না মঞ্জুর করে আদালত। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম। এ নিয়ে চার বার জামিন না মনজুর করা হলো।