3:59 pm , November 14, 2024
বিশেষ প্রতিবেদক ॥ ৫ আগস্টের পর পুলিশ নির্জীব ছিলো, এখন আগের তুলনায় অনেকটা উন্নতি হয়েছে দাবী করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা হাতে-তো কোনো চেরাগবাতি নেই, যে রাতারাতি সব বদলে ফেলবো। একটু ধৈর্য্য ধরুন। আপনারাও আমাদের সহযোগিতা করুন। সবকিছু ঠিক হয়ে যাবে। এ সময় কিছু হলেই সড়ক অবরোধ করে আন্দোলনের নিন্দা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
গতকাল বৃহস্পতিবার বরিশালের পুলিশলাইন্স মিলনায়তনে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে দুপুর পৌনে বারোটায় বরিশালের সার্কিট হাউজে এসে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সেখানে বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওসার, জেলা প্রশাসক দেলোয়ার হোসেন সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার গ্রহণ শেষে সাধারণ পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এরপর বরিশাল রেঞ্জ পুলিশ কর্তৃক আয়োজিত বিভাগের আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এসময় তিনি বলেন, বরিশাল অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক জেলার তুলনায় স্বাভাবিক রয়েছে। তবে মাদকের বিস্তার বেড়েছে বলে অভিযোগ রয়েছে। এজন্য পুলিশকে কঠোর হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ময়নুল ইসলাম, বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী, র্যাব ফোর্সেস এর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, ৭ম পদাতিক ডিভিশন ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক, জেলার পুলিশ সুপার বেলায়েত হোসেন, ট্যুরিস্ট পুলিশের এসপি আবুল কালাম আজাদ এছাড়াও ৬ জেলার ৬জন পুলিশ সুপার সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, সাগর-রুনি হত্যাকা-ের বিচার এবার অবশ্যই হবে। ভারতের গণমাধ্যম সমানে বাংলাদেশ নিয়ে মিথ্যাচার চালাচ্ছে। তাদের অবস্থা এখন এমন হয়েছে যে, তারা কোনো বিষয় নিয়ে সত্য বললেও মনে হয় মিথ্যাচার করছে। তাদের এই আচরণের প্রতিবাদ পররাষ্ট্র মন্ত্রণালয় জানাচ্ছে এবং জানাবে।
মাদক ও সন্ত্রাস সম্পর্কে উপদেষ্টা সাংবাদিকদেরও সচেতন থাকার এবং পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানান। বিকেল ৪টায় তিনি বরিশাল অঞ্চলের কৃষি বিষয় নিয়ে কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। সন্ধ্যার আগেই সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।