নলছিটিতে কৃষকের পণ্যে বাজারে স্বস্তি নলছিটিতে কৃষকের পণ্যে বাজারে স্বস্তি - ajkerparibartan.com
নলছিটিতে কৃষকের পণ্যে বাজারে স্বস্তি

3:08 pm , November 14, 2024

নলছিটি প্রতিবেদক ॥ ঝালকাঠির নলছিটিতে দ্রব্যমূল্য এবং বাজার দর নিয়ন্ত্রনে রাখতে নলছিটি উপজেলা প্রশাসনের আয়োজনে স্বস্তি নামে শুরু হয়েছে কৃষকের পণ্যে ভোক্তার বাজার। এ বাজারে কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বাজারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম । এসময় সহকারী কমিশনার সমাপ্তি রায় উপস্থিত ছিলেন।
কৃষকরা নিজেদের উৎপাদিত নিরাপদ ও বিষমুক্ত টাটকা শাকসবজি, ফলমূল,ডিম, দেশীয় মাছ সরাসরি ন্যায্য মূল্যে এ বাজারে বিক্রি করতে পারবেন। ভোক্তারা পাবেন ভেজালমুক্ত তরতাজা শাকসবজি ও ফলমুল। ন্যায্য মূল্যে শাকসবজি ও ফলমূল বিক্রি করতে পেরে সন্তোষ প্রকাশ করেন কৃষকরা। নিরাপদ ও বিষমুক্ত শাক সবজি  বাজারের চেয়ে কম দামে পেয়ে খুশি ভোক্তারা।
ইউএনও নজরুল ইসলাম বলেন, বর্তমানে দেশের নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী হওয়ার কারণে ভোক্তাদের স্বস্তি ফেরাতে জেলা প্রশাসক স্যারের নির্দেশে এ বাজার চালু করা হয়েছে। এখানে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য কোন ইজারা ছাড়া বা মধ্যসত্ত্বভোগী ছাড়া সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করতে পারছেন। এর পাশাপাশি দু:স্থদের জন্য স্বস্তির বাজার চালু করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT