রাজাপুরে অগ্নিকান্ডে দুটি বসতঘর পুড়ে ছাই ॥ আহত ৪ রাজাপুরে অগ্নিকান্ডে দুটি বসতঘর পুড়ে ছাই ॥ আহত ৪ - ajkerparibartan.com
রাজাপুরে অগ্নিকান্ডে দুটি বসতঘর পুড়ে ছাই ॥ আহত ৪

4:10 pm , November 13, 2024

ঝালকাঠি প্রতিবেদক ॥ রাজাপুর উপজেলার মধ্য মনোহরপুর এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে দুটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে প্রথমে নিশিকান্তের ছেলে গৌতমের বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে পাশ্ববর্তী অনন্ত শিকদারের ছেলে বড়ইয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক অসীম শিকদারের বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে এসে  আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন নেভাতে গিয়ে আরিফ নামে ফায়ার সার্ভিসের এক সদস্যসহ ৪ জন আহত হয়েছেন।
রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল খালেক বলেন, রাজাপুর ও কাউখালির ৩টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তবে পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রনে আনতে বেগ পেতে হয়েছে। বৈদুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগদে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT