নগরী থেকে ২৫শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ॥ ব্যবসায়ী আটক নগরী থেকে ২৫শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ॥ ব্যবসায়ী আটক - ajkerparibartan.com
নগরী থেকে ২৫শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ॥ ব্যবসায়ী আটক

4:07 pm , November 13, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর পলাশপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৫শ কেজি নিষিদ্ধ পলিথিনসহ একজন ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।
গত মঙ্গলবার দিবাগত রাতে ৫নং ওয়ার্ডের পলাশপুর ৩ নম্বর মসজিদ গলিতে এই অভিযান পরিচালিত হয়। আটককৃত আক্কাস হাওলাদার ওই এলাকার বাসীন্দা।
আক্কাস ও তার পরিবারের সদস্যরা পলাশপুর এলাকা থেকে বরিশালের পোর্ট রোড, বাজার রোড, চকবাজার, সিটি মার্কেটসহ বিভাগের বিভিন্ন অঞ্চলে নিষিদ্ধ পলিথিন সরবরাহ করে আসছিলেন।
র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশ অনুযায়ী, সারাদেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত বন্ধে কঠোর অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৩৫ বস্তা পলিথিন জব্দ করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে একজন ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি বরিশালসহ আশপাশের জেলাগুলোতে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন ও সরবরাহ বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কিছুদিন আগেও আক্কাস বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিনের চালানসহ গ্রেপ্তার হন। তবে স্বল্প সময়ের সাজা ভোগ করে মুক্তি পাওয়ার পর পুনরায় অবৈধ এই ব্যবসায় যুক্ত হন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT