আজ বরিশালে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আজ বরিশালে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম - ajkerparibartan.com
আজ বরিশালে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

4:06 pm , November 13, 2024

বিশেষ প্রতিবেদক ॥ আজ বরিশালে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি দুপুর পৌনে বারোটার মধ্যে বরিশালের সার্কিট হাউস এসে পৌছাবেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব উল্লাহ মজুমদার। ১৩ নভেম্বর রাত পৌনে আটটায় তিনি জানিয়েছেন, জেলা প্রশাসনের কার্যালয়ে এই মুহূর্তে এ নিয়ে আলোচনা সভা চলছে। বিভাগীয় কমিশনার রায়হান কাওছার ও জেলা প্রশাসক দেলোয়ার হোসেন উপদেষ্টাকে স্বাগত জানানো বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন।
এছাড়াও ঢাকা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত ১৩ নভেম্বর বিকেলে পাঠানো ভ্রমণ সূচিতে জানানো হয়েছে, ১৪ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী সকাল ৮.৩০টায় বারিধারা ডিওএইচএস বাসভবন থেকে সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সকাল ১১.৪৫ মিনিটে বরিশাল সার্কিট হাউজে উপস্থিত হবেন। এখানে দুপুর ১২.০০টায় তিনি বরিশাল রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে সশস্ত্র বাহিনী বিভাগ, বরিশাল রেঞ্জ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর কর্মকর্তাদের সাথে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির সভা করবেন। এরপর বিকাল দুটোয় কৃষি বিষয়ক দায়িত্ব পালনে বরিশাল কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়ে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার বরিশাল অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করবেন বলে জানা গেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT