বরিশালে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের পুষ্টি বিষয়ক কর্মশালা বরিশালে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের পুষ্টি বিষয়ক কর্মশালা - ajkerparibartan.com
বরিশালে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের পুষ্টি বিষয়ক কর্মশালা

4:05 pm , November 13, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যতœ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। মহিলা অধিদপ্তরের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ সব্যসাচী দাস, ইউনিসেফ প্রতিনিধি রমা সাহা। উপস্থিত ছিলেন মহিলা অধিদপ্তর বরিশালের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নীসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে উম্মুক্ত আলোচনা শেষে অতিথিরা গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক বিষয় তুলে ধরে আলোচনা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT