4:03 pm , November 13, 2024
কোতয়ালী মডেল থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বক্তারা
মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশ কমিশনারের কঠোর নির্দেশনা প্রদান
নিজস্ব প্রতিবেদক ॥ ৫ আগস্টের পর পুলিশের শিথিলতার সুযোগে বরিশাল নগরীতে মাদক ব্যবসা বৃদ্ধি পেয়েছে। মাদক কারবারীরা অনেকটা ওপেনে ব্যবসা পরিচালনা করছে। পুলিশ এ বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না। এছাড়া বিভিন্ন মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। এসব অভিযোগ তোলা হয় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম। মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও নগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম আহ্বায়ক আফরোজ খানম নাসরিন, সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, আনিছুর রহমান স্বপন, মুরাদ আহমেদ, হুমায়ন কবির, দৈনিক আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ, গিয়াস উদ্দিন সুমন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ৫ আগস্টের পর নগরীতে দায়িত্ব পালনে পুলিশের যে নিষ্ক্রীয়তা শুরু হয়েছে তা এখনো কাটিয়ে উঠা সম্ভব হয়নি। রাতে নগরীতে পুলিশের টহলের অবস্থা খুবই দুর্বল। এতে করে অপরাধীরা তাদের কার্যক্রম পরিচালনা করতে তৎপর হচ্ছে। বিশেষ করে পুলিশের এই নিষ্ক্রীয়তার সুযোগ নিয়ে নগরীতে মাদকের ব্যবসা বৃদ্ধি পেয়েছে। নগরীর ভাটার খাল, কেডিসি কলোনী, স্টেডিয়াম কলোনী এখন মাদকের স্বর্গরাজ্য। এসব জায়গায় পুলিশের অভিযান তেমন একটা হয়না বললেই চলে।
বক্তারা আরো বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে যারা নগরীতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং বর্তমানে একাধিক মামলার আসামী তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না। পুলিশ কমিশনার ধৈর্য্য সহকারে উপস্থিত প্রায় ৩০ জনের বক্তব্য শোনেন।
অতিথিদের বিভিন্ন অভিযোগের জবাবে পুলিশ কমিশনার বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর থেকে চেষ্টা করে যাচ্ছি পুলিশকে স্বাভাবিক করার। পুলিশের মানসিক যে অবস্থা ছিলো তা থেকে অনেক পরিবর্তন হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিষয়ে যদি কোন সুনির্দিষ্ট তথ্য থাকে তাহলে আমাকে বা ওসিকে জানান। অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া মামলার আসামী কাউকে প্রকাশ্যে ঘুরতে দেখলে আমাদেরকে অবহিত করুন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নগরীকে শান্তির নগরীতে পরিনত করতে পারবো। পুুলিশকে এককভাবে দোষরোপ করলে হবে না। একজন সচেতন নাগরিক হিসেবে সবাইকেই আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার অনুরোধ জানান পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পুলিশ কমিশনার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের প্রতি কঠোর নির্দেশনা দেন।