4:02 pm , November 13, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি নেতাকর্মীদের উপর হামলার মামলায় বাকেরগঞ্জ পৌরসভার সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তারা হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক হাকিম তানভীর রহমান তাদের জেলে পাঠানোর আদেশ দেন। আদালতের জিআরও এএসআই নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলে যাওয়া নেতাকর্মীরা হলেন : বাকেরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া, খন্দকার জিয়াউর রহমান রিপন, গারুড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক কুদ্দুস নান্টু, মোখলেছুর রহমান, ইকবাল তালুকদার, মাসুদ আকন, পংকজ দাস, সুজন চন্দ্র দাস, হাফিজুল ইসলাম পন্ডিত, লিটন গাজী, মো. মাহবুব, মাহফুজ মুসুল্লী, মাসুদ আলম খান, শফিক ডাকুয়া, পরিতোষ দাস, আরিফুর রহমান চুন্নু, ফারুক সিকদার ও সোহেল রানা।
মামলার বরাতে জিআরও জানান, ২০২২ সালের ২৮ আগষ্ট উপজেলা বিএনপি সাংগঠনিক প্রস্তুতি সভার আয়োজন করে। সভায় যোগ দেয়ার জন্য বিএনপির নেতাকর্মীরা উপজেলার চর আউলিয়াপুর দেলোয়ার হোসেনের বাড়ির সামনে জড়ো হয়। তখন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার নেতৃত্বে দেড় থেকে দুইশ জন সশস্ত্র অবস্থায় হামলা করে। তারা লাঠি ও হকষ্টিক দিয়ে পিটিয়ে বিএনপি নেতাকর্মীদের আহত করে। এছাড়াও রিক্সা, ইজিবাইক, মোটরসাইকেল ও দোকানে ভাংচুর করে। এ ঘটনায় গত ৭ নভেম্বর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য হাসান সিকদার বাদী হয়ে নামধারী ১৬ জন সহ অজ্ঞাত আরো দুইশ জনকে আসামী করে মামলা করেন।
মামলার আসামী হিসেবে ১৮ জন আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।