3:44 pm , November 12, 2024
পিরোজপুর প্রতিবেদক ॥ ভান্ডারিয়ায় ধাওয়া রাজপাশ দরবার শরীফের পীর এর কাছে ঝাড়-ফুঁক নিতে যাওয়ার পথে মারা গেছেন ঝালকাঠীর কাঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামের মৃত সিরাজ মোল্লার ছেলে ফজলুর রহমান ( ৭০)।
গতকাল মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার ধাওয়া ইউনিয়নের রাজপাশা দরবার শরীফে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ধাওয়া এলাকার বাসিন্দা জাকির হাওলাদার বলেন, বৃদ্ধকে গাড়ি থেকে নামানোর সময় অসুস্থ হয়ে পড়েন। এর কিছুক্ষন পর তিনি মারা যান।
মারা যাওয়া বৃদ্ধের স্বজন আসাদুল ইসলাম বলেন, ফজরের নামাজ শেষে ফজলুর রহমান কাছে ঝাড়-ফুঁক নিতে বাড়ি থেকে রওয়ানা হয়ে যান। কিন্তু পথিমধ্যে গাড়িতে বসেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আহম্মদ আনোয়ার বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি লোকটি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।