গৌরনদীতে যুবলীগের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা গৌরনদীতে যুবলীগের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা - ajkerparibartan.com
গৌরনদীতে যুবলীগের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

3:43 pm , November 12, 2024

গৌরনদী প্রতিবেদক ॥ ঢাকা-বরিশাল মহাড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে যুবলীগের ১০ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার দিবাগত রাতে বাটাজোড় ইউনিয়ন যুবদল নেতা কাওছার হাওলাদার বাদি হয়ে মামলাটি দায়ের করেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলুকে সোমবার বিকেলে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। অন্যান্য আসামিরা হলেন-উপজেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দিলু, ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম ফেরদৌস, সাধারণ সম্পাদক রেমন তালুকদার কালু, যুবলীগ কর্মী ডায়মন্ড, পাভেলসহ  ১০ জন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT