ফ্যাসিবাদকে পুনর্বাসনের অপচেষ্টা করা হলে আন্দোলনের হুশিয়ারি ফ্যাসিবাদকে পুনর্বাসনের অপচেষ্টা করা হলে আন্দোলনের হুশিয়ারি - ajkerparibartan.com
ফ্যাসিবাদকে পুনর্বাসনের অপচেষ্টা করা হলে আন্দোলনের হুশিয়ারি

3:43 pm , November 12, 2024

বরিশাল জেলা হেফাজতের বিবৃতি

খবর বিজ্ঞপ্তি ॥ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও বরিশাল জেলা শাখার আমীর আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল হালীম এক বিবৃতিতে বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আহবানে ২০১৩ সালে বিগত ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে শত শত আলেম উলামা ও তাওহিদী জনতা শাহাদাত বরণ করেছেন। তারই ধারাবাহিকতায় ৫ই আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই জালেম শাসকগোষ্ঠীর পতন নিশ্চিত হয়। কিন্তু সেই ফেসিষ্ট সরকারের দোসর সমকামিতার পৃষ্ঠপোষক, নাস্তিক শাহবাগীদের পক্ষে অবস্থানকারী এবং শইখুল ইসলাম শাহ আহমাদ শফি (রহ) কে তেতুল হুজুর বলে ব্যঙ্গকারী চলচ্চিত্র পরিচালক মুস্তফা সরওয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে নির্ধারণ করায় আমরা হতবাক ও হতাশ। তিনি বিভিন্ন সময় নানা উপায়ে শেখ হাসিনা সরকারের প্রশংসা করেছেন এবং সমর্থন যুগিয়েছেন। তিনি ফেসিষ্ট সরকারের একাধিক নেতার ঘনিষ্ঠ ও আস্থাভাজন ছিলেন। গণঅভ্যুত্থানের পরে এদেশের ছাত্র জনতাসহ আলেম উলামারা সম্মিলিতভাবে অন্তর্র্বতীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় হল: এই সরকারও খুনিদের বিচার না করে সেসিবাদীদের পুনর্বাসনে সক্রিয় হয়ে উঠেছে। অতএব, অন্তর্বর্তী সরকারকে দ্যর্থহীন ভাষায় বলতে চাই আমাদের ভাইয়েরা জীবন দিয়ে ফেসিবাদকে পরাজিত করেছে। তার পরও যদি ফ্যাসিবাদকে পুনর্বাসনের অপচেষ্টা করা হয় তাহলে এদেশের আপামর তৌহিদী জনতা আপনাদেরও ক্ষমা করবে না। সুতরাং আমাদের স্পষ্ট বক্তব্য হল নাস্তিক শাহবাগীদের অনুসারী, ফেসিষ্টদের দোসর কাউকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। ইতিপূর্বে যে সকল ফেসিষ্ট দোসরদেরকে উপদেষ্টা হিসেবে নেয়া হয়েছে অতিসত্ত্বর তাদেরকে অপসরণ করতে হবে। নতুবা আমরা কঠিন কর্মসুচি দিতে বাধ্য হবো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT