আওয়ামী লীগের দুই গায়েবী মামলায় ৩৭ বিএনপি নেতা বেকসুর খালাস আওয়ামী লীগের দুই গায়েবী মামলায় ৩৭ বিএনপি নেতা বেকসুর খালাস - ajkerparibartan.com
আওয়ামী লীগের দুই গায়েবী মামলায় ৩৭ বিএনপি নেতা বেকসুর খালাস

3:39 pm , November 12, 2024

গৌরনদী প্রতিবেদক ॥ ২০১৮ সালে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের দায়ের করা গায়েবী মামলা থেকে সোমবার পৃথক পৃথক আদালত থেকে ৩৭জন বিএনপি নেতা বেকসুর খালাস পেয়েছেন। বরিশালের তৃতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিবলি  নোমান খান ২৯ জন আসামিকে ও দ্বিতীয়  যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ৮ আসামিকে বেকসুর খালাস প্রদান করেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আব্দুর রহমান চোকদার ও মোঃ ইউসুফ সালাম। আসামি পক্ষের আইনজীবি আব্দুর রহমান চোকদার জানান, ২০১৮ সালের ২৭ অক্টোবর কোন বোমা হামলার মিথ্যা ঘটনা উল্লেখ করে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. নুরুল হক তালুকদার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. বদিউজ্জামান মিন্টুকে প্রধান আসামিসহ পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. শাহ আলম ফকির, বরিশাল উত্তর জেলা যুবদলের সভাপতি মো. মাহফুজ মোল্লা, উপজেলা যুবদলের সভাপতি শরীফ স্বপন, পৌর যুবদলের সভাপতি মো. নান্না খান, সাধারন সম্পাদক জামাল হাওলাদার, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক রিয়াজ ভূইয়া, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি জাকির হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান, সাবেক সাধারন সম্পাদক হান্নান শরীফ, সাবেক কাউন্সিলর ও পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি ফরিদ মিয়া, উপজেলা যুবদলের সহ-সভাপতি গোলাম মোর্শেদ মাসুদ, যুগ্ম সাধারন সম্পাদক গফুর সরদার, পৌর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক কামরুজ্জামানসহ ২৬ জনের নামাল্লেখ করে অজ্ঞাতনামা ৯০ জনসহ ১১৬ জনকে আসামি করে একটি মিথ্যা মামলা দাযের করেন। ২০১৯ সালে ২ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ মাহাবুবুর রহমান ২৯ বিএনপি নেতাকে দোষী সাব্যস্থ করে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ ৭ বছর মামলাটি বিচারধীন থাকাকালে ১৫জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। দোষী প্রমানিত না হওয়ায় বিচারক আসামীদের খালাস প্রদান করেন।
হাফেজ নুরুল হক তালুকদার এজাহারে উল্লেখ করেন, ২০১৮ সালের ২৭ অক্টোবর সন্ধ্যার পরে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমানের বাড়িতে সভা শেষ করে বিভিন্নভাগে ভাগ হয়ে অনেক নেতাকর্মী বাড়িতে রওয়ানা হয়। রাত পৌনে ৯টার দিকে উত্তর পালরদী গ্রামে বিএনপি নেতা মো. বদিউজ্জামান মিন্টুর বাড়ির সামনে পৌঁছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আসামিরা আমাদের জীবন বিপন্ন করতে ৫/৭টি বোমা হামলা চালায়। এ সময় ছাত্রলীগ নেতা আতিক মিয়া, মামুন মিয়া, কব্বর হাওলাদারসহ অনেক নেতাকর্মী  জখম হয়।
২০১৫ সালের ৮ জানুয়ারি দিবাগত রাতে গৌরনদী উপজেলা সদরের ফিসারি অফিসের সন্নিকটে পাকিং করা পিকআপে (ঢাকা ম্রেট্রো-ড-১৮-৩১৩৪) আগুন দেয় কে বা কারা। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে বিএনপির ৮ নেতার বিরুদ্ধে ৯ জানুয়ারি গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, অনিদিষ্টকালের অবরোধ কর্মসূচিতে পালনকালে বিএনপি নেতারা বরিশাল-ঢাকা মহাসড়কে অবরোধ সৃষ্টি করে এবং গাড়িতে অগ্নিসংযোগ করেন। ১০বছর মামলা বিচারাধীন চলাকালে ১২ জনের সাক্ষ্য গ্রহন করা হয়। সোমবার দ্বিতীয়  যুগ্ম জলা ও দায়রা জজ আদালতের বিচারক ৮ আসামিকে বেকসুর খালাস প্রদান করেছে বলে আসামি পক্ষের আইনজীবি ইউসুফ সালাম জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT