চরফ্যাসনে সড়ক দুর্ঘটনায় নিহত ২ চরফ্যাসনে সড়ক দুর্ঘটনায় নিহত ২ - ajkerparibartan.com
চরফ্যাসনে সড়ক দুর্ঘটনায় নিহত ২

3:38 pm , November 12, 2024

চরফ্যাসন প্রতিবেদক ॥ চরফ্যাসন-ভোলা সড়কের চরফ্যাসন বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে একজন। নিহতরা হলেন : ইমন (১৬), নেছার (১৮)। আহত হয়েছেন সিয়াম (২০)। নিহত নেছার বোরহানউদ্দিনের  বড় মানিকা এলাকার ইলিয়াসের ছেলে এবং ইমন নীলকমল ইউনিয়নের কামাল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার  বিকেলে চরফ্যাসন সদর থেকে মোটরসাইকেলযোগে বাড়ী ফিরছিলেন ৩ যুবক। বাসস্ট্যান্ডের সামনের সড়কে বিপরীত দিক থেকে আসা খড় বোঝাই একটি নছিমন এর সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ইমন মারা যায়। আহত নেছার কে বরিশাল নেওয়ার পথে মৃত্যু হয়।
চরফ্যাসন থানার  অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান হাওলাদার বলেন, বাসস্ট্যান্ডের সামনে সড়ক দুর্ঘটনায়  ২ জন নিহত হয়েছে। কোন ধরনের অভিযোগ পাওয়া যায়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT