বরিশালে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি বরিশালে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি - ajkerparibartan.com
বরিশালে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

3:35 pm , November 12, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বরিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি করেছে বিএনপি। মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১ টায় নগরীর সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে তারা।কর্মসূচিতে রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ফ্রি ঔষধ বিতরণ করা হয়। এতে সহযোগিতা করে চিকিৎসক সংগঠন ড্যাব।আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক।।মনিরুজ্জামান বলেন, এই বিএনপি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল। যিনি কৃষক শ্রমিক সাধারণ জনতার কথা ভাবতেন। এজন্যই আমরা বরিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে সাধারণ মানুষের চিকিৎসা সেবা দেয়াড় ব্যবস্থা করেছি। পাশাপাশি স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচির ব্যবস্থা রেখেছি।উদ্বোধনী আয়োজনে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, অধ্যাপিকা ফারহানা তিথি, চিকিৎসক আজিজ রহিম, আমিনুল ইসলাম, এম আর খান সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।কর্মসূচিতে বিএনপির নেতৃবৃন্দরা বলেন, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এর আগেও কল্যাণমূলক কর্মকা- করে বিএনপি। বিএনপি পূর্বেও মানুষের পাশে ছিল এখনো আছে।চলমান এই ক্যাম্পে অসহায় রোগিদের ব্যবস্থাপত্রের পাশাপাশি ওষুধ সরবরাহ করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT