4:12 pm , November 11, 2024
বোরহানউদ্দিন প্রতিবেদক ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীর হাঁসের চর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার জব্দ করা হয়েছে। রোববার দুপুরে
উপজেলা সহকারী কমিশনার মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে ড্রেজার আটক করার পাশাপাশি ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে এমবি ইফাজ ইয়াসিন লোড ড্রেজার মেশিনের মালিক কাচিয়া ইউনিয়নের মোখলেছুর রহমানের ছেলে মফিজকে ১ লাখ টাকা এবং মেরাজ এন্টারপ্রাইজ এর লোড ড্রেজার মেশিনের মালিক পৌরসভার ১ নং ওয়ার্ডের জিল্লুর রহমানের ছেলে ফাইজুল ইসলামকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক।
এদিকে গত বুধবার দুপুরে অভিযান চালিয়ে বালু উত্তোলনের দায়ে মফিজ নামে এক যুবককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।
ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় এলাকায় নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। ইতিমধ্যে প্রায় ৫০ একর কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান বলেন, তেতুলীয়া নদীতে বালু উত্তোলন প্রতিরোধে আমাদের অভিযান চলমান রয়েছে।