4:10 pm , November 11, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ গত ৪ আগষ্ট বরিশাল সদর রোডে বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতা কর্মীরা আগুন দিয়ে বরিশাল মহানগর বিএনপি এবং বিএনপি বরিশাল উত্তর ও দক্ষিন জেলার অফিস পুড়িয়ে ফেলে। আগুনে বরিশাল মহানগর বিএনপির ২য় তলার অফিসে থাকা জিয়া স্মৃতি পাঠাগার এর বই পত্র এবং আসবাব পত্র পুড়ে যায়। এই ঘটনায় বরিশাল মহানগর বিএনপি এর আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে মামলা করে। খোঁজ নিয়ে জানা গেছে কতিপয় ব্যাক্তি জিয়া স্মৃতি পাঠাগার এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ পাঠাগার ক্ষতিগ্রস্থ হওয়ায় মামলা করবে এবং তাতে আসামী হিসাবে নাম আছে, টাকা দিলে নাম বাদ দেয়া যাবে। এভাবে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যাক্তির নিকট অবৈধ লেনদেন করার চেষ্টা করছে। উক্ত বিষয়ে জিয়া স্মৃতি পাঠাগার, বরিশাল মহানগর এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ জানান, মহানগর বিএনপি মামলা করেছে তাই আমরা কোন মামলা করবো না বা মামলা করার সিদ্ধান্ত হয়নি। এই বিষয়ে জিয়া স্মৃতি পাঠাগার এর সাধারন সম্পাদক এ্যাড আবুল কালাম আজাদ ইমন জানান, জিয়া স্মৃতি পাঠাগার আগুনে পুড়ে যাওয়ায় মহানগর বিএনপি এর মামলায় উল্লেখ আছে। নতুন কোন মামলা আমরা করবো না। উক্ত বিষয়ে কেহ কোন বিভ্রান্তি ছড়ালে তাহাকে আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করার কথা জন্য অনুরোধ করেন।