4:05 pm , November 11, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বিশিষ্ট আইনজীবী এ্যাড. আবুল কালাম আজাদ ইমনকে দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি ২০০২ সাল থেকে বরিশাল বারে অত্যন্ত সুনামের সাথে আইন পেশায় কাজ করে যাচ্ছেন। বিশেষ করে অসহায়, দরিদ্র ও নিপীড়িত নারীদের বিনামূল্যে সেবা দিয়ে বিভিন্ন সময় প্রশংসা কুড়িয়েছেন। এ্যাড. আবুল কালাম আজাদ ইমন ২০০৮ সালে জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন, আভাস ও আইন সালিশ কেন্দ্র ও ব্লাস্ট (বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট) পরিচালিত আইনগত সহায়তার প্যানেল আইনজীবী হিসেবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও সরকারি লিগ্যাল, এইড এর প্যানেল আইনজীবীও তিনি। অত্যন্ত সদালাপী, সৎ, দক্ষ ও মানবিক আইনজীবী হিসেবে বরিশালে ব্যাপক পরিচিতি রয়েছে এ্যাড. আবুল কালাম আজাদ ইমনের। দৈনিক আজকের পরিবর্তন পরিবারের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।