3:59 pm , November 10, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ মো. মনির হাওলাদারকে আহবায়ক এবং মো. সোহাগ আকনকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী মৎসজীবী দল বরিশাল সদর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার জাতীয়তাবাদী মৎসজীবী দল বরিশাল জেলা দক্ষিণের সভাপতি মো. রুস্তম আলী মল্লিক ও সাধারন সম্পাদক মো. রফিকুল ইসলাম সেলিম ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন। কমিটিতে ১ নং যুগ্ম আহবায়ক সৈয়দ হাবিবুর রহমান সহ মোট ৮ জনকে যুগ্ম আহবায়ক এবং ১২ জন কে সদস্য করা হয়। নবগঠিত এই কমিটিকে আগামী একমাসের মধ্যে সদর উপজেলা শাখার অধিনস্থ সকল ইউনিট কমিটি গঠন করে জেলা কমিটিকে অবহিত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।