বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্বরূপকাঠিতে বিএনপির গণ সমাবেশ বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্বরূপকাঠিতে বিএনপির গণ সমাবেশ - ajkerparibartan.com
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্বরূপকাঠিতে বিএনপির গণ সমাবেশ

3:57 pm , November 10, 2024

স্বরূপকাঠি প্রতিনিধি ॥ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্বরূপকাঠিতে গণ সমাবেশ করেছে বিএনপি। দিবসটি উপলক্ষে রোববার বিকেলে উপজেলা ডুবি বাজার সংলগ্ন মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন স্বরূপকাঠি পৌর বিএনপি’র আহবায়ক সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নাসির উদ্দিন তালুকদার, যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম লিটু আজহারুল ইসলাম টুটুল, কাজী তৌহিদুল ইসলাম, মশহিদুল ইসলাম, মো সোহেল রানা মির্জা, ইমরান হোসেন সজীব, মো জসীমউদ্দীন, মোর লোকমান হাকিম, তপু রায়হান, শোহেবার রহমান সোহেল, কাজী রাকিব প্রমুখ।
সম্মেলনে বক্তরা পিরোজপুর – ২ সংসদীয় আসনে উপজেলা বিএনপি’র আহবায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানকে সংসদ সদস্য নির্বাচিত করার আহবান জানান। সমাবেশে প্রধান অতিথি বলেন, ১৯৭৫ সনে এদিনে বাংলাদেশের দেশ প্রেমিক সৈনিক ও জনতার অভ্যুথানের মাধ্যমে স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সামনে নিয়ে এসে নতুন রাজনীতি সুচনা করেছিলেন। সে রাজনীতি ছিল বহুদলীয় গণতন্ত্রের রাজনীতি,স্বাধীনতা সার্বভৌমত্বের রাজনীতি, গণতন্ত্রের শক্রদের পরাজিত করে গণতন্ত্রের প্রতিষ্ঠা রাজনীতি। বিগত ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার সেই বহুদলীয় গনতন্ত্রকে ধ্বংস করেছে। আওয়ামীলীগের আমলে বিএনপিকে কোন সভা সমাবেশ করতে দেওয়া হয়নি। তারা আমাদের সাত শতাধিক নেতাকর্মীকে গুম খুন করেছে। ৬০ লাখের বেশি মানুষের নামে মিথ্যা ও হয়রানিমুলক মামলা দিয়েছে। তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল।কিন্তু আল্লাহর রহমতে ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিষ্ট সরকারের পতন হয়েছে।বর্তমানে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে।আজকের এদিনে অন্তরবর্তিকালিন সরকারের কাছে সাধারণ মানুষের ভোটে সরকার গঠনের জন্য অতিসত্বর নির্বাচনের তারিখ ও রোড ম্যাপ ঘোষনা করার দাবি জানাচ্ছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT