বরিশালে এইচপিভি টিকাদান সংক্রান্ত অ্যাডভোকেসি সভা বরিশালে এইচপিভি টিকাদান সংক্রান্ত অ্যাডভোকেসি সভা - ajkerparibartan.com
বরিশালে এইচপিভি টিকাদান সংক্রান্ত অ্যাডভোকেসি সভা

3:57 pm , November 10, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ এইচপিভি টিকাদান সংক্রান্ত অ্যাডভোকেসি সভা গতকাল রোববার বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) আয়োজনে বিসিসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বিভাগীয় কমিশনার ও বিসিসির প্রশাসক রায়হান কাউসার এতে প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, টিকাদান কার্যক্রমে বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল। অতীতের সফলতার ধারাবাহিকতায় সারাবিশ্ব এইচপিভি টিকাদান কার্যক্রমে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে? বরিশাল সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে প্রথম স্থানে রয়েছে। এইচপিভি টিকাদানেও বরিশাল এখন পর্যন্ত প্রথম আছে। আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এ ধারাবাহিকতা রক্ষা করবো।
টিকাদানে গুজব ও অপতথ্যের প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে প্রধান অতিথি বলেন, প্রশাসনের একার পক্ষে সকল সমস্যার সমাধান সম্ভব না। সকল ধরনের গুজব ও অপতথ্যের বিরুদ্ধে সকলকে সচেতন থাকতে হবে। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারবে সফলতার পথে সকল বাধা রুখে দিতে।
বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডব্লিউএইচও এর কর্মকর্তা ডা. রাজেন্দ্র বহরা, ডব্লিউএইচও এর বিভাগীয় সমন্বয়ক মো: মনিরুল ইসলাম। এসময় স্বাগত বক্তৃতা করেন বিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. পল্লবী সুলতানা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT