3:56 pm , November 10, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ আল মসজিদ ফাউন্ডেশন এর উদ্যোগে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আল মসজিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আবুল বাশার নোমানী। উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, আমিন জুয়েলার্সের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বরিশাল জেলা সভাপতি মাওলানা ডাক্তার এমএ সালাম, কলেজ রো মসজিদের পেশ ইমাম মাওলানা কাউসার হামিদী, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ জাকির হোসেন, সৈয়দ হাতেম আলী কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা মাহফুজুর রহমান ও চরকাউয়া আহমদিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক মাওলানা রাকিব হোসাইনসহ অন্যান্যরা। সভায় বক্তারা বলেন, যাকাত একটি ফরজি ইবাদত। যাকাত কালেকশন করে স্থানীয়ভাবে অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে স্বাবলম্বী করতে হবে। যাতে করে আর কারো কাছে হাত পাততে না হয়। মানুষের শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের নিরাপত্তা দিতে হবে। সাথে সাথে ইসলামের নৈতিক শিক্ষা দিয়ে সৎ চরিত্রবান মানুষ তৈরি করতে হবে। একটি সমাজ ভালো হলে একটি রাষ্ট্র ভালো হবে। রাষ্ট্র সংস্কার কাজে আমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক বলেন আপনারা যাকাত আদায়ের ব্যাপারে মুসলিমদেরকে উৎসাহিত করেন। অসহায় ও দুস্থ মানুষের কাছে যাকাত পৌঁছে দিতে ইসলামিক ফাউন্ডেশনের তহবিলে যাকাতের অর্থ জমা দেয়ার আহ্বান জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান। সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, সমাজসেবার মাধ্যমে আমরা মানুষের সেবা করে যাচ্ছি। আপনারা প্রকৃত সাহায্য প্রার্থীদেরকে সাহায্য পেতে সহযোগিতা করুন।