নগরীতে তুচ্ছ ঘটনায় শিশুকে মারধর করলো প্রতিবেশীরা নগরীতে তুচ্ছ ঘটনায় শিশুকে মারধর করলো প্রতিবেশীরা - ajkerparibartan.com
নগরীতে তুচ্ছ ঘটনায় শিশুকে মারধর করলো প্রতিবেশীরা

3:52 pm , November 10, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নগরীতে এক শিশুকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। মারধরের শিকার শিশু মো. মিলন খলিফা (৮) কে শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় সাধারন ডায়েরী করেছেন আহত শিশুর মা ঝুমুর বেগম। গত ৭ নভেম্বর ১১ নং ওয়ার্ডের চাঁদমারী মাদ্রাসা রোডে এই ঘটনা ঘটে।
ঝুমুর বেগম জানান, ৭ নভেম্বর সন্ধ্যায় চাঁদমারী মাদ্রাসা রোডস্থ নদীর পাড়ের বেড়িবাধে তার ছেলে মিলন খলিফা প্রতিবেশী মাসুম ও জোছনা বেগমের ছেলে ইয়াসিনের সাথে মারবেল খেলতে যায়। এসময় দুই শিশুর মধ্যে খেলার ছলে ঝগড়া বাধে। এ সময় ইয়াসিনের দাদা মতলেব, দাদী বিউটি, চাচা সোহাগ ও ফেরদৌস এসে তার ছেলে মিলন খলিফাকে মারধর করে আহত করে। খবর পেয়ে ছেলেকে উদ্ধার করে শের-ই-বাংলা হাসপাতালে ভর্তি করেন। ঝুমুর বেগম আরও জানান, ছেলেকে উদ্ধার করতে গেলে তাকেও গালাগাল, মারধর ও প্রাননাশের হুমকি দেয় অভিযুক্তরা। এ ঘটনায় পরের দিন থানায় সাধারন ডায়েরী করলে হামলাকারীরা বিভিন্নভাবে হয়রানী শুরু করে। এর আগেও নানা অজুহাতে তাদের ওপর একাধিকবার হামলা চালিয়েছে অভিযুক্ত ওই প্রতিবেশী পরিবার।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT